শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সাভারে চারজনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১২:০৩ এএম

 ঢাকার সাভারে একটি আবাসিক বহুতল ভবনের ফ্লাট থেকে অসামাজিক কার্য্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৫জনকে আটকের পর ৪ জনকে দুই মাস করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার ৩০/৫৩ শাহীবাগ মহল্লার ‘ড্রিম গার্ডেন-১’ ভবনের ছষ্ঠ তলার ফ্লাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- আজাদ শরীফ (২৯), দেলোয়ার হোসেন দিলু (৩২), শিমা খাতুন (২৪), দিলারা বেগম (৩৫), সাথী (১৫)। এদের মধ্যে সাথীকে গাজীপুরের কিশোরী সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, ফ্লাট বাসা ভাড়া নিয়ে অসামাজিক কার্য্যকলাপ হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে লুৎফর নেছা রানুর মালিকানাধিন ভাড়া দেয়া ফ্লাটটিতে অভিযান চালানো হয়। আটক ৫জনের মধ্যে একজন কিশোরী রয়েছে। তাকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। অন্যদের দুই মাস করে কারাদ- দেয়া হয়েছে। অভিযানে সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন