মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অফিসের চাপে নারীর ওজন বাড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৯, ১০:৫০ এএম

দিনের বেশিরভাগ সময় কেটে যায় অফিসের চেয়ারে। একটানা বসে থেকে ওজন বেড়ে যায়। আর কাজের চাপ যদি বেশি থাকে তাহলে ওজন বাড়ার প্রবণতা আরও বাড়ে। বিশেষ করে নারীর ওজন বাড়ার ক্ষেত্রে কাজের চাপের প্রভাব আছে, এমনটাই জানিয়েছেন গবেষকরা।

ইউনিভার্সিটি অব গোথেনবার্গের সাহগ্রেনস্কা একাডেমীর গবেষকদের গবেষণায় দেখা গেছে অফিসে কাজের চাপ বেশি থাকলে সহকর্মী পুরুষদের চাইতে নারীদের ওজন বেশি বাড়ে। বিশ বছর ধরে ৩৮৭২ জন চাকুরীজীবীর উপর গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে ২০ বছরব্যাপী এই গবেষণায় কাজের চাপে প্রায় ৫০% নারীর ওজন অনেক বেড়ে গেছে। কম চাপের কাজ করেছেন যেই নারীরা তাদের তুলনায় বেশি চাপের কাজ করা নারীদের ওজন বাড়ার হার ২০% বেশি। পুরুষের ক্ষেত্রে এই প্রভাব খুবই কম বলে দাবী করেছেন গবেষকরা।

গবেষকরা বলছেন অফিসে চাপ বেশি থাকলেও বাসায় গিয়ে ঘরের কাজের চাপ নিতে হয় নারীদের। ফলে সময়ের অভাবে ব্যায়াম করার সুযোগ হয় না। সময় বাঁচাতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার প্রবণতাও বাড়ে। এছাড়াও মানসিক চাপ বেড়ে যায়। ফলে ওজন বাড়তে থাকে। -টাইমস অব ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন