বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২২ গজে সাকিবের অপেক্ষায় তামিম

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম

বাইশ গজের মঞ্চে সতীর্থ। মাঠের বাইরে গভীর বন্ধুত্ব। সাকিব আল হাসানের সঙ্গে তামিম ইকবালের সম্পর্কটা এমনই। আইসিসির নিষেদ্ধাজ্ঞা পাওয়ায় এক বছর বন্ধুকে ছাড়াই মাঠে খেলতে হবে তামিমকে। ব্যাপারটা কষ্টকর দেশসেরা এই ওপেনারের জন্য। তবে খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে একসাথে খেলার অপেক্ষায় সতীর্থ, বন্ধু তামিম।

গতরশু ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগে সকল প্রকার ক্রিকেটীয় কর্মকা- থেকে দুই বছরের নিষেদ্ধাজ্ঞা পেয়েছেন সাকিব। তবে শর্তশাপেক্ষে স্থগিতাদেশ থাকছে এক বছর। সেক্ষেত্রে আগামী ২০২০ সালের ২৯ অক্টোবরের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তিনি। আর ওই দিনটির অপেক্ষায় আছেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে তামিম লিখেছেন, ‘এটা কল্পনা করতেও কষ্ট হচ্ছে যে আগামী ১২ মাস তোমাকে আমরা পাশে পাব না। কিন্তু, সাকিব আল হাসান, আমি আশা করছি তুমি আরও দৃঢ়ভাবে ফিরে আসবে এবং আগামী বছরের এই দিনে আবার আমরা সবাই একসঙ্গে অনুশীলন করব এবং খেলব।’
গতকাল দুপুরেই ভারতের উদ্দেশ্যে দেশত্যাগ করেছে মুশফিক-মাহমুদউল্লাহরা। তাদের সঙ্গী হবার কথা ছিল তামিমেরও। তবে পারিবারিক কারণে সফরে যেতে না পারায় হতাশা ফুটেছে তামিমের ফেসবুক স্ট্যাটাসে, ‘আপনারা জানেন, পারিবারিক কারণে ভারত সফর থেকে আমি বিরতি নিয়েছি। এই সিরিজে খেলতে না পেরে আমি নিজেও ভীষণ হতাশ।’
ভারতের মাটিতে খেলার জন্য মুখিয়ে ছিলেন তামিম। সেজন্য নিজেকে প্রস্তুতও করছিলেন বলে জানান দেশসেরা এই ব্যাটসম্যান, ‘বাংলাদেশ প্রথমবার ভারতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে (এতক্ষণে পৌঁছে গেছে দল)। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রথম ম্যাচ এই সফরে। এই সফর ও নতুন মৌসুমের জন্য আমি খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম। দেশের বাইরে গিয়ে আলাদা করে এক মাস ফিটনেস ট্রেনিং করেছি। দেশে ফিরে ব্যাটিং অনুশীলন করেছি। শারীরিক ও মানসিকভাবে দারুণ প্রস্তুতি নিয়েছি। কিন্তু তারপরও সফরে যেতে পারছি না, কারণ কখনও কখনও পরিবার ও আপনজনের পাশে ক্রিকেট গৌণ হয়ে ওঠে।’
সেই সঙ্গে আশার বানী শুনিয়ে খুব দ্রুত মাঠে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তামিম, ‘আমি আমার দলকে মিস করব, ক্রিকেট মাঠকে মিস করব। তবে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে স্ত্রী যেন আমাকে মিস না করে, সেটুকু নিশ্চিত করতে চেয়েছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি। ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার আমাকে মাঠে দেখতে পাবেন। কঠিন সময়ে পাশে থাকার জন্য ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন