শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় কৃষক হত্যা ২ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:১৮ এএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক মিরাজুল হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদ- দেওয়া হয়েছে। এছাড়া অভিযুক্ত অন্য তিন আসামিকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরের দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় আদালতে অভিযুক্তদের মধ্যে চার আসামি উপস্থিত ছিলেন। দ-প্রাপ্তরা হলেন- একই উপজেলার পুটিমারী এলাকার কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪০) ও একই এলাকার মুন্তাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭)। এদের মধ্যে কামাল পলাতক রয়েছেন। খালাসপ্রাপ্তরা হলেন- একই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে কোরবান আলী ও তার স্ত্রী আকলিমা খাতুন এবং দ-প্রাপ্ত কামালের স্ত্রী রূপালী খাতুন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন