শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুই কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ হয়ে গেল জম্মু ও কাশ্মীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ১২:৩১ পিএম

রাজ্যের মর্যাদা হারিয়ে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মীর। নতুন ভাগ অনুসারে একটি অঞ্চল হবে জম্মু ও কাশ্মীর এবং অপরটি হবে লাদাখ। উভয় অঞ্চলই নিয়ন্ত্রণ করবে দিল্লী। গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্ত্বশাসনের অধিকার কেড়ে নিয়ে অঞ্চলটিকে দুই ভাগে ভাগ করার ঘোষণা দিয়েছিল ভারতের নরেন্দ্র মোদী সরকার। বৃহস্পতিবার থেকে ওই ঘোষণা কার্যকর হওয়ার কথা রয়েছে। এদিন, দুই অঞ্চলের জন্য দুই আমলা গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরে এবং আর কে মাথুর লাদাখে উপরাজ্যপাল হিসেবে শপথ নিতে চলেছেন। এজন্য উভয় এলাকায় পুলিশ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা থাকবে কেন্দ্রের হাতে। জমির বিষয়টি দেখবে কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচিত সরকার।

এ খবর দিয়েছে বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।
খবরে বলা হয়, অঙ্গরাজ্যের তুলনায় কেন্দ্রশাসিত অঞ্চলগুলো অপেক্ষাকৃত কম স্বায়ত্ত্বশাসন উপভোগ করে। জম্মু ও কাশ্মীরকে দুই অঞ্চলে ভাগ করায় সবচেয়ে বড় প্রভাব পড়বে এর জনগণের ওপর। পুরো অঙ্গরাজ্যের ৯৮ শতাংশ জনসংখ্যা থাকবে জম্মু ও কাশ্মীরে। এর মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে কাশ্মীর। অন্যদিকে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হবে জম্মু। দুই অঞ্চলে জনসংখ্যা যথাক্রমে ৮০ লাখ ও ৬০ লাখ। এছাড়া, লাদাখের মোট জনসংখ্যা হচ্ছে ৩ লাখ। সেখানে মুসলিম ও বুদ্ধদের সংখ্যা প্রায় সমান।
মোদি সরকার জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল হলেও পূর্ববর্তী রাজ্য সরকারের কর্মকর্তারা তাদের পদ ফিরে পাবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
মোহাম্মদ ইউনুস আলী ৩১ অক্টোবর, ২০১৯, ১২:৫৫ পিএম says : 0
জুলুম করা হচ্ছে জম্মু-কাশ্মীর এর মুসলমানদের উপর
Total Reply(0)
MizanurRahman ৩১ অক্টোবর, ২০১৯, ১:১৫ পিএম says : 0
এই জুলুম বন্ধ হবে একদিন।
Total Reply(0)
মজদুর জনতা ৩১ অক্টোবর, ২০১৯, ৫:২৩ পিএম says : 0
জম্ম ও কাশ্মিরের স্বাধিনাকামিরা একদিন না স্বধীনতা পাবেই।ইতিহাস প্রমান, জোর করে করদ রাজ্য বানিয়ে রাখা যায়না।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন