শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মিয়ানমারের সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশি নিহত

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ২:০৪ পিএম

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে মাছ ধরারত অবস্থায় মিয়ানমার নৌ সীমান্তরক্ষীদের গুলিতে নুর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আবুল কালাম (৩২) নামে গুলিবিদ্ধ অপর এক জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোররাতে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত ছিদ্দিক আহমদের ছেলে। তার চার মেয়ে ও এক ছেলে আছে। অপরদিকে গুলিবিদ্ধ আবুল কালাম একই এলাকার বক্তার আহমদের ছেলে। তিনিও তিন সন্তানের জনক।

আবুল কালাম জানান, তারা মামা-ভাগ্নে দু’জনে নাফনদীর বাংলাদেশ সীমান্তে আজ (বৃহস্পতিবার) ভোররাতের ঠেলা জাল (হাত দিয়ে ঠেলে চালানো) নিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ করেই মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী আমাদের লক্ষ্য করে গুলি চালায়। আমরা দু’জনই গুলিবিদ্ধ হই। আমি নুর মোহাম্মদকে টেনে কুলে নিয়ে আসি। এরপর আর কিছু জানি না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন