বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন স্বপন কুমার রায়

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৯, ৫:২৫ পিএম

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক অফিস নির্দেশে তাঁকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি প্রদানপূর্বক বগুড়া অফিসে বহাল করা হয়েছে। স্বপন মানিকগঞ্জ জেলার ঘিওর থানার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে অনার্সসহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। স্বপন কুমার রায় ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমী, কৃষি ঋণ বিভাগ, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, ফরেন একচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ফ্রান্স, চীন, জাপান, অস্ট্রিয়া, ব্রাজিল, মিশর, শ্রীলংকা, মালেয়শিয়াসহ বিভিন্ন দেশ ভ্রমন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন