শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার পান্টানালে ধেয়ে যাচ্ছে ভয়াবহ দাবানল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ১১:৫২ এএম

এবার ব্রাজিলের পান্টানাল জলাভূমির দিকে ধেয়ে যাচ্ছে ৫০ কিলোমিটার দীর্ঘ দাবানল। এর আগুনে ইতোমধ্যেই ৫০ হাজার হেক্টর কৃষিজমির শস্য পুড়ে ছাই হয়ে গেছে। এ অঞ্চলে এত ভয়াবহ অগ্নিকাণ্ড এর আগে কখনোই দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় গভর্নর হাউস।

শুক্রবার (১ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পান্টানাল বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যে ভরপুর এলাকা। পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় এটি।

গত ২৫ অক্টোবর সেখানে দাবানল শুরু হয়। শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন  নিয়ন্ত্রণে প্লেন থেকে পানি ছিটানো হচ্ছে।

গভর্নর হাউস এক বিবৃতিতে জানিয়েছে, পান্টানাল এলাকার অবস্থা গুরুতর। ধোঁয়ার কারণে সেখানে কোনো কিছুই ঠিকভাবে দেখা যাচ্ছে না।

চলতি বছরে গত ৩০ অক্টোবর পর্যন্ত পান্টানালে আট হাজারেরও বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা গত বছরের চেয়ে ৪৬২ শতাংশ বেশি। একারণে জমি পরিষ্কার করতে আগুন ব্যবহারে ৩০ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ।

এ বছর ব্রাজিলে রেকর্ড সংখ্যক দাবানল হয়েছে। দেশটিতে জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ১ লাখ ৬৭ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন