মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে ১৯ জন কৃষক নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৯, ২:৪৩ পিএম

ফিলিপাইনের উত্তরাঞ্চলে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে ১৯ জন কৃষক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরো ২০ জন।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির আপায়ো প্রদেশের কনার শহরে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
তারা জানায়, ট্রাকটিতে কৃষকরা ধান বীজের বস্তা বহন করছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে যায়।
দুর্ঘটনায় নিহত কৃষকরা সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।
পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এ সময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস বার্তাসংস্থা এএফপি’কে বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন। এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন