শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঈদে চ্যানেল আই প্রচার করবে ১৩ নাটক

প্রকাশের সময় : ২০ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরের অনুষ্ঠানমালায় চ্যানেল আইতে প্রচার হবে খ্যাতিমান নির্মাতাদের ১৩ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগেরদিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত। ঈদের আগের দিন: রেজানুর রহমানের নাটক ‘মুখোশ’। এ নাটকে অভিনয় করেছেন বাঁধন, সজল, সুমনা সোমা প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। ঈদের দিন: হুমায়ূন আহমেদের নাটক ‘চৌধুরী খালেকুজ্জামানের গুনের সীমা নাই’। নাট্যরূপ ও পরিচালনায় মেহের আফরোজ শাওন। এ নাটকে অভিনয় করেছেন রিয়াজ, হিমি, প্রাণ রায়, ঝুনা চৌধুরী, জয়ন্ত চট্টপাধ্যায় প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘কইন্যা’ রচনা মাসুম রেজা ও পরিচালনা করেছেন সালাউদ্দিন লাভলু, অভিনয়ে রিয়াজ, ঈতিশা, নাসিম, ফরিদা ছন্দা, কংকন প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। ‘লাল বাক্স’ রচনা ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল। অভিনয়ে মোশাররফ করিম, নাদিয়া। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। ঈদের দ্বিতীয় দিন: নাটক ‘ফুলজান’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয়ে আজাদ আবুল কালাম পাভেল, তারিন, দিলারা জামান। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। ঈদের তৃতীয় দিন: ‘এক শক্র এক ঠাঠা’ রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সুমাইয়া শিমু, ডঃ এজাজ, রিপা, রিনা রহমান, দুলাল, তিশা প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘রঙিন দ্বিধা’ রচনা আনিসুল হক ও পরিচালনা করেছেন শামীম শাহেদ। অভিনয়ে রিয়াজ, স্পর্শিয়া, দ্বীপা খন্দকার, সেতু প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। ঈদের চতুর্থ দিন : নাটক ‘বাহানা’ রচনা ও পরিচালনা করেছেন আশফাক নিপুন। অভিনয়ে মামুনুর রশিদ, লুৎফর রহমান জর্জ, তানিয়া আহমেদ, নাদের চৌধুরী, নীলা, আজাদ, আরফান প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। ‘তক্ষক’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে নিরব, শবনম ফারিয়া, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। ঈদের পঞ্চম দিন : নাটক ‘ভিমরুতি বিড়ম্বনা’ রচনা হামেদ হাসান নোমান ও পরিচালনায় ইমরাউল রাফায়েত। অভিনয়ে পূর্ণিমা, মীর সাব্বির, আরফান আহমেদ, কচি খন্দকার। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘ঘ্রান বাবা’ রচনা রনক ইকরাম ও পরিচালনায় সাজ্জাদ সুমন। অভিনয়ে নিপুণ, ইরফান নিশো, ফারুক আহমেদ, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে। ঈদের ষষ্ঠ দিন : ‘সবজান্তা ভালবাসা’ রচনা ও পরিচালনা কৌশিক শংকর দাশ। অভিনয়ে তিশা, ইরেশ যাকের প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে। নাটক ‘ইয়েস বস’ রচনা ও পরিচালনায় মতিয়া বানু শুকু। অভিনয়ে প্রভা, মীর সাব্বির, মিথিলা প্রমুখ। প্রচার হবে রাত ৯.৩৫ মিনিটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন