মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় কলেজে হামলা ও নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ১:০৫ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ায় তুষখালী কলেজে শুক্রবার রাতে হামলা এবং নৈশ প্রহরী কে কুপিয়ে জখম করার প্রতিবাদে রাস্তা অবরোধ করে শিক্ষার্থীরা মানববন্ধন করে। শনিবার সকালে মঠবাড়িয়া-পিরোজপুর সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপি মানব বন্ধনে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
জানাযায়, শুক্রবার রাতে একদল সন্ত্রাসী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মিরাজুল ইসলাম কে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং কলেজের সাইনবোর্ড, সিসি ক্যামেরা, মটর সাইকেলসহ কলেজ সংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এ সময়ে নৈশ প্রহরী খায়েরুল বাধা দিলে তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। খায়রুরকে মঠবাড়িয়া হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

করেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কোন সভ্য সমাজে এ ধরণের ঘটনা কাম্য নয়। তিনি এ ঘটনার সঠিক বিচার দাবী করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন