শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

২০১৯ সালে ৬০ মিলিয়ন মার্কিন ডলার আয় মাইকেল জ্যাকসনের

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৫:২৪ পিএম

২০০৯ সালে কিংবদন্তি পপতারকা মাইকেল জ্যাকসন মারা যান। মৃত্যুর পর ১০ বছর অতিক্রান্ত হলেও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। আজও তিনি সর্বোচ্চ আয় করা অন্যতম তারকা।

অ্যাকশোবিজ ডটকমের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণ প্রতিবেদনে জানিয়েছে, ২০১৯ সালে সর্বোচ্চ আয় করা মৃত তারকাদের তালিকায় উঠে এসেছেন মাইকেল জ্যাকসন। এক বছরে তাঁর আয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি (এক মার্কিন ডলার সমান ৮৪ টাকা হিসাবে)।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আয়ে অন্য মৃত তারকাদের চেয়ে অনেক এগিয়ে মাইকেল জ্যাকসন। মৃত্যুর পর সাতবার সর্বোচ্চ আয় করা তারকার তালিকায় উঠেছেন তিনি।

সম্প্রতি জনপ্রিয় সাময়িকী ফোর্বস ‘টপ-আরনিং ডেড সেলিব্রেটিস ২০১৯’-এর তালিকা প্রকাশ করে। সেখানে ওই তথ্য জানানো হয়। তালিকার দশ নম্বরে আছেন র‍্যাপার নিপসি হাসল, যিনি ২০১৯ সালের ৩১ মার্চ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এক বছরে তাঁর আয় ১১ মিলিয়ন মার্কিন ডলার (অক্টোবর ২০১৮ থেকে অক্টোবর ২০১৯)।

২০১৯-এ সর্বোচ্চ আয় করা ১০ মৃত তারকাদের তালিকা :

১. মাইকেল জ্যাকসন—৬০ মিলিয়ন মার্কিন ডলার

২. এলভিস প্রিসলি—৩৯ মিলিয়ন মার্কিন ডলার

৩. চার্লস সালজ—৩৮ মিলিয়ন মার্কিন ডলার

৪. আর্লন্ড পালমার—৩০ মিলিয়ন মার্কিন ডলার

৫. বব মার্লে—২০ মিলিয়ন মার্কিন ডলার

৬. ড. সেয়াস—১৯ মিলিয়ন মার্কিন ডলার

৭. জন লেনন—১৪ মিলিয়ন মার্কিন ডলার

৮. মেরিলিন মনরো—১৩ মিলিয়ন মার্কিন ডলার

৯. প্রিন্স—১২ মিলিয়ন মার্কিন ডলার

১০. নিপসি হাসল—১১ মিলিয়ন মার্কিন ডলার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন