বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৯, ৬:১৫ পিএম | আপডেট : ৬:১৬ পিএম, ২ নভেম্বর, ২০১৯

চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার (০২ নভেম্বর) বিকেল সোয়া ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্কাইপি ভিডিওতে যুক্ত থেকে সভায় সভাপতিত্ব করছেন।

বৈঠকে উপস্থিত রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি, ছাত্রদলের বিদ্যমান সমস্যাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি, তার মুক্তির জন্য আইনগত দিক, আন্দোলনের গতি প্রকৃতি ছাড়াও সরকারের সা¤প্রতিক সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মজলুম জনতা ২ নভেম্বর, ২০১৯, ৬:৩৯ পিএম says : 0
চলমান রাজনৈতিক প্রেখ্খাপটে আপনাদের দলের করনীয় বা কর্মসুচি নিবেন।আশা করি হিংসাত্মক দেশের খতিকর কোন কর্ম সুচি নিবেননা।এ ছাড়াও কঠিন কর্মসুচি আছে যাতে সরকারর টনক নড়তে পারে।আপনারা সেই ধরনের কর্মসুচি নিন।।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন