বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

কাশ্মীর পরিস্থিতি অস্থিতিশীল উন্নতি ঘটাতে হবে : মার্কেল

ভারত সফরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা, চুক্তি স্বাক্ষর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল নয় এবং অবশ্যই এই পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। স¤প্রতি কাশ্মীর পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সংসদীয় প্রতিনিধিদের উদ্বেগ প্রকাশের পর শুক্রবার দিল্লি সফররত জার্মান চ্যান্সেলর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। দেশটির স¤প্রচারমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল বলেন, ‘কাশ্মীরের বর্তমান পরিস্থিতি টেকসই নয়, তা ভাল নয়, অবশ্যই এর পরিবর্তন করতে হবে।’ ভারত ও জার্মানির প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অ্যাঞ্জেলা ম্যার্কেল। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দুই দেশের কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তার উপস্থিতিতে এই বৈঠক হয়। ওই বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। অপর এক খবরে বলা হয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তিনদিনের সফরে এখন ভারতে আছেন। শুক্রবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন তিনি। দিল্লি ও এর আশে পাশের এলাকায় বায়ুদ‚ষণের পরিমাণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার দিনের শেষে জরুরি অবস্থা ঘোষণা করে কর্তৃপক্ষ। ওই এলাকার সবাইই এখন মুখে মাস্ক পরিধান করছেন বিষাক্ত বাতাস থেকে বাঁচতে। তবে ছবিতে দেখা যায় মোদি-ম্যার্কেল বৈঠকে কারও মুখে মাস্ক ছিল না। খবর ডয়েচে ভেলের। দিল্লির বাতাসের অবস্থা এতটাই খারাপ যে, মঙ্গলবার পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কৃষি, সাইবার নিরাপত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, শিক্ষা, নৌপ্রযুক্তি, এমনকি যোগব্যায়াম নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ম্যার্কেল বলেন, বর্তমানে প্রায় ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী জার্মানিতে পড়াশোনা করছেন। আমরা আরও শিক্ষার্থী দেখতে চাই। ম্যার্কেলের সঙ্গে মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন। ইউরোপে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে জার্মানি। মার্চে শেষ হওয়া ২০১৮-১৯ অর্থবছরে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৪.০৬ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় দুই বিলিয়ন ডলার বেশি। এছাড়া ২০০০ সাল থেকে জার্মান কোম্পানিগুলো ভারতে প্রায় ১২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এক হাজার ৭০০ এর বেশি জার্মান কোম্পানি ভারতে কার্যক্রম পরিচালনা করছে। ডয়চে ভেলে, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন