নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের সেফ দ্য মিশনের দাায়িত্ব পেয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ও হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এদিকে সাত বছর পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস। আগামী বছরের ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত মাল্টি ন্যাশনাল গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিওএ। বছরটি মুজিববর্ষ হওয়ায় গেমসের নামকরণ হয়েছে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস’। আয়োজনের জন্য বিওএ প্রায় সাড়ে ৩৮ কোটি টাকার বাজেট দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে গেমসের আয়োজন হওয়ায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান করা হবে জাঁকজমকপূর্ণ। গেমস সুন্দরভাবে আয়োজনের জন্য বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন