শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তান ভারতের নতুন করে দেয়া মানচিত্র প্রত্যাখ্যান করেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৯, ৫:০১ পিএম

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সীমানা সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে। ভারতের নতুন রাজনৈতিক মানচিত্রও প্রকাশ করেছে তারা। এদিকে, ভারতের নতুন রাজনৈতিক এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
রবিবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ভারতের নয়া রাজনৈতিক মানচিত্রকে প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত 'জম্মু ও কাশ্মীর অঞ্চল প্রদর্শনের পাশাপাশি গিলগিত-বালতিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের কিছু অংশকে আঞ্চলিক এখতিয়ারের মধ্যে চিত্রিত করার চেষ্টা করেছে'।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ২ নভেম্বর ভারতের প্রকাশ করা মানচিত্র 'ভুল'। এর কোনো আইনগত ভিত্তি নেই। এটা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাবসমূহের সম্পূর্ণ লঙ্ঘন করেছে।
এতে বলা হয়েছে, পাকিস্তান এই রাজনৈতিক মানচিত্র প্রত্যাখ্যান করে, যা জাতিসংঘের মানচিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
পাকিস্তান বলছে, আমরা পুনরায় বলি যে ভারতের কোনও পদক্ষেপই জাতিসংঘ দ্বারা স্বীকৃত জম্মু ও কাশ্মীরের 'বিতর্কিত' অবস্থার পরিবর্তন করতে পারে না।
সূত্র : ডন

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন