শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

বাগদাদি যুক্তরাষ্ট্রেরই তৈরি

সিরিয়ার তেলের মায়া যুক্তরাষ্ট্র ছাড়তে পারছে না : রাশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পরই আইএসের উত্থান। অনেক সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে ওয়াশিংটন। ফলে এমনটা হতেই পারে যে তাদের তৈরি করা কোনও সন্ত্রাসীকেই সরিয়ে দিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সিরিয়ার ইদলিবের তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে। বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের ধারাবাহিকতায় হোয়াইট হাউজের পক্ষ থেকেও রবিবার দাবি করা হয়, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিয়েছেন বাগদাদি। তবে স্বাধীন কোনও স‚ত্র থেকে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। রাশিয়া এরইমধ্যে ট্রাম্প প্রশাসনের দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাগদাদির মৃত্যুর ব্যাপারে আরও তথ্য চান তারা। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী অনেক বিষয় নিয়ে তদন্ত করছে এবং যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। ল্যাভরোভ বলেন, ইরাক আগ্রাসনের পর যুক্তরাষ্ট্র যখন সন্ত্রাসীদের মুক্তি দেয় তখনই কিন্ত আইএসে উত্থান হয়। ফলে নিজেদের তৈরি করা সন্ত্রাসীকেই হত্যা করেছে যুক্তরাষ্ট্র। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সিরিয়ার তেলের মায়া ছাড়তে না পারার অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় আইএস বিরোধী যুদ্ধে মার্কিন উদাসীনতার সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটন শুধু দেশটির তেল ক্ষেত্রগুলোর দিকেই যাবতীয় দৃষ্টি কেন্দ্রীভ‚ত করেছে। ‘রাশা২৪’ নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র চৌর্যবৃত্তির মাধ্যমে সিরিয়ার তেল বাইরে পাচার করে দিচ্ছে। তেল চোরাচালানের অর্থ দিয়ে তারা দেশটিতে নিজেদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লালনপালন করছে। তারা এখন নিজেদের নিয়ন্ত্রিত তেল ক্ষেত্রগুলোতে সিরিয়ার সরকারকেও প্রবেশ করতে দিচ্ছে না। এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার বলেছিলেন, মার্কিন সরকার সিরিয়ার উত্তরাঞ্চলে নিজের নিয়ন্ত্রিত এলাকার তেল চুরি করে মাসে তিন কোটি ডলার অর্থ আয় করছে। স¤প্রতি সিরিয়ার তুরস্ক নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত হওয়ার বিষয়েও কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিগোষ্ঠী আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি যুক্তরাষ্ট্রের তৈরি। সের্গেই ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের ইরাক আগ্রাসনের পরই আইএসের উত্থান। অনেক আইএস জঙ্গিকে মুক্তি দিয়েছে ওয়াশিংটন। ফলে এমনটা হতেই পারে যে, তাদের তৈরি করা কোনও সন্ত্রাসীকে সরিয়ে দিয়েছে তারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাগদাদির মৃত্যুর ব্যাপারে আরও তথ্য চান তারা। তিনি বলেন, আমাদের সেনাবাহিনী অনেক বিষয় নিয়ে তদন্ত করছে এবং যুক্তরাষ্ট্রের দাবির সত্যতা আমরা এখনও নিশ্চিত করতে পারছি না। পার্সটুডে, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nannu chowhan ৪ নভেম্বর, ২০১৯, ৯:৪৭ এএম says : 0
Rasian foreign minister claim it's seems like true....
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন