বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তাজমহল বাঁচাতে এয়ার পিউরিফায়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ৩:২৯ পিএম

প্রবল দূষণে দিল্লির বায়ু দূষণ ক্রমশ ছেয়ে ফেলছে গোটা উত্তর ভারতকে। এই অবস্থায় দূষণের হাত থেকে তাজমহলকে বাঁচাতে আইকনিক মনুমেন্ট এলাকায় বসানো হয়েছে এয়ার পিউরিফায়ার। ৩০০ মিটার এলাকাজুড়ে আট ঘণ্টায় ১৫ লাখ কিউবিক মিটার বাতাস পরিশুদ্ধ করবে এই এয়ার পিউরিফায়ার।
উত্তরপ্রদেশ পলিউশন কনট্রোল বোর্ডের তরফে তাজমহলে বসানো হয়েছে এই এয়ার পিউরিফায়ার। তাজমহলের পশ্চিম তোরণে এই মোবাইল এয়ার পিউরিফায়ার ভ্যান বসানো হয়েছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশ পলিউশন কনট্রোল বোর্ডের আঞ্চলিক আধিকারিক ভুবন যাদব।
অনেকদিন ধরেই দূষণ পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলের ক্ষতি করছে বলে আশঙ্কা। তাজমহলের সাদা মার্বেলে পড়ছে হলদেটে ছোপ। উত্তরপ্রদেশে এই ধরনের দুটি এয়ার পিউরিফায়ার ভ্যান আনা হয়েছে। তারই একটি বসেছে তাজমহলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন