শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ভারতীয় মিডিয়ায় ভিলেন খলিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৯, ৪:১৯ পিএম

ভারতীয় পেসার খলিল আহমেদ


বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বিশাল হারের পর ক্ষোভে ফুসছে ভারত। দেশটির মিডিয়ায় পেসার খলিল আহমেদকে বানানো হয়েছে ভিলেন। কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা তাদের হেডলিইনে লিখেছে ,‘ভারতের নতুন ফিনিশার’, টুইটারে প্রবল সমালোচনা খলিলের।
টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারত তোলে ১৪৮ রান। রান তাড়া করতে নেমে বাংলাদেশকে স্বপ্ন দেখান মুশফিকুর রহিম। ১৯তম ওভারে খলিল আহমেদের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। তখন জেতার জন্য ১২ বলে ২২ রান দরকার বাংলাদেশের। খলিল আহমেদ সেই ওভারে ১৮ রান দেন। মুশফিকুর রহিম পর পর চারটি ডেলিভারিতে চারটি বাউন্ডারি হাঁকান। ফলে জয়ের সমীকরণ বাংলাদেশের পক্ষে সহজ হয়ে দাঁড়ায়। খলিলের এই রকম নির্বিষ বোলিং দেখার পরে দেশটির সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে।


সোশ্যাল মিডিয়ায় এক জন লিখেছেন, খলিল আহমেদের পারফরম্যান্স দেখে হতাশ। শেষের আগের ওভারে চারটি বাউন্ডারি দিয়ে বসল। খলিল আহমেদের কাছ থেকে একটাও ম্যাচ জেতানো পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি। আর এক জন লিখেছেন, আমরা আরেক জন ফিনিশার পেয়ে গিয়েছি।
এক সোশ্যাল মিডিয়া ব্যবহকারী লিখেছেন, খলিল আহমেদ ১১টি টি টোয়েন্টি ম্যাচে বল করেছে। সাতটি ম্যাচে ৩৫ বা তার বেশি রান দিয়েছে। রবিবার খলিল চার ওভারে ৩৭ রান দিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
BELAL HOSSEN ৪ নভেম্বর, ২০১৯, ৪:৫৬ পিএম says : 0
Hahahahahahahaha
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন