ওমান পৌঁছেছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা। ফুটবলারদের ওমান পৌঁছানোর তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশ বিমানের ডেপুটি জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন) তাহেরা খন্দকার। তিনি জানান, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে ঢাকায় ফিরিয়ে আনেন। ত্রুটি বের করার জন্য আমাদের কারিগরি বিশেষজ্ঞরা কাজ করছে। আজ সকালে আরেকটা এয়ার ক্রাফটে তাদের মাসকটে পাঠানো হয়েছে। সাড়ে তিনটার দিকে বিমান নিরাপদে পৌঁছেছে।’
এর আগে রোববার (৩ নভেম্বর) বড় দুর্ঘটনা থেকে বেঁচে যান ফুটবলাররা। গতকালের ফ্লাইট সম্পর্কে বাংলাদেশ ফুটবল দলের মিডিয়া অফিসার আহসান আহমেদ অমিত সংবাদমাধ্যমকে জানান, ‘গতকাল (৩ নভেম্বর) আমাদের ফ্লাইটের সময় ছিল সাড়ে ৯টায়। কিন্তু সেটি ২ ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টার দিকে ছাড়ে। প্রায় এক ঘণ্টা আকাশে ওড়ার পর ধুপ করে শব্দ হয়ে বিমানের ভেতরের বাতি বন্ধ হয়ে যায় এবং এসিও কাজ করা বন্ধ করে দেয়।’
তিনি আরও বলেন, ‘তখন পাইলট ঘোষণা দেন, বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং পুনরায় ঢাকায় ফিরে যাওয়া হচ্ছে। এ ঘোষণার পরপরই বিমানের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটবলাররা অনেকে ভয় পেয়ে যান। দোয়া-দরুদ পড়তে থাকেন। সাধারণ যাত্রীদের অনেকে ছোটাছুটি করতে থাকেন। রাত দেড়টার দিকে বিমানটি আবার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।’
উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৪ই নভেম্বর। বাছাই পর্বের এই ম্যাচ হতে এখনো প্রায় দুই সপ্তাহের মতো বাকি। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই রওনা হচ্ছেন জামাল-রানারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন