রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নিরাপদেই ওমান পৌঁছেছে ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৯, ১২:০২ এএম

যাত্রার দিনক্ষণ নির্ধারিত ছিল গতপরশু রাতে। ঠিক সময়েই খেলোয়াড়েরা পৌঁছুলেন বিমানবন্দরে, নির্ধারিত বিমানে বসলেন নিজ নিজ আসনেও। তবে উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর আবার ঢাকায় ফিরে আসে বিমানটি!

যান্ত্রিক ত্রুটির পর আশু বিপদ থেকে অল্পে রক্ষা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। পরে গতকাল সকালে ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়ে জেমি ডের শিষ্যরা। বিশ্বকাপ বাছাই খেলতে নিরাপদেই সেখানে পৌঁছেও গেছে দল।

ওমানের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ ১৪ নভেম্বরে। দেশটির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রায় ১০ দিন আগেই বাংলাদেশ বিমানে করে রওনা দেওয়ার কথা ছিল জীবন-সোহেলদের। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে দুই ঘণ্টা পর রওনা দেয় দল। উড়াল দেওয়ার পর নতুন করে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে ফিরে আসে বিমানটি। সে রাতে আর কোন ঝুঁকি নেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে গতকাল সকাল সাড়ে ১০টার ফ্লাইটে দলের ওমানের পথে রওনা দেওয়ার কথা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, ‘রওনা দেওয়ার ঘণ্টাখানেক পর বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে বিমানটি ফিরে আসে। রাতে খেলোয়াড়দের উত্তরার একটি হোটেলে রাখা হয়েছিল। কোনো সমস্যা হয়নি। খেলোয়াড়রা শুধু একটু ভয় পেয়ে গিয়েছিল। সকালে ওমানের পথে রওনা দিয়েছে দল। আশা করি তিনটা-সাড়ে তিনটার মধ্যে ওমানে পৌঁছে যাবে।’

দু’ঘণ্টা আগ-পিছু হয়ে বিকাল সাড়ে ৫টায় ওমান পৌঁছার খবর দিয়েছে জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। তবে আগের রাতের ঘটনার রেশ দলে নেই জানিয়ে রুপু বলেন, ‘আগের দিনই আমাদের আসার কথা ছিল। তবে অনাকাক্সিক্ষত এক ঘটনায় কিছুটা বিলম্বিত হয়েছে। তবে আজ (গতকাল) অন্য ফ্লাইটে ঠিক মতোই ওমানে এসেছি।’

এসময় রুপুর কাছ থেকেই বিস্তারিত জানা গেল আগের রাতের ঘটনার কিছুটা, ‘আগের দিন (রবিবার) রাতের ফ্লাইটে এতটাও খারাপ পরিস্থিতি ছিল না। বিমানের ভেতরে বিদ্যুৎ ঠিকমতো কাজ করছিল না। বিমান ঝাঁকিও খাচ্ছিলো। যে কারণে বিমান কর্তৃপক্ষ মনে করেছে চার ঘণ্টা ফ্লাই করা সম্ভব না। আমরা ঘণ্টা খানেক ফ্লাই করে আবার ঢাকায় ফিরে আসি। আমাদের কোনও সমস্যা হয়নি। অবশ্য যখনই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তখন স্বাভাবিক ভাবেই আতঙ্কিত হয়েছে অনেকে। তবে এমন কোনও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি।’

বিশ্বকাপ বাছাইয়ে আগামী ১৪ নভেম্বর ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের আগে দলে এর প্রভাব পড়বে না বলেই বিশ্বাস সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সারের, ‘দলের সবাই সুস্থ আছে। কোনও অঘটন হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে ভারত ও কাতারের বিপক্ষে ভালো খেলেছে দল। ওমানও শক্তিশালী, চেষ্টা থাকবে তাদের বিপক্ষে ভালো করার।’

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ সালের এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে ‘ই’ গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এর আগে আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় রাউন্ড শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে কাতারের কাছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে হেরেছিল। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ ড্র করেছিল দল।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন