গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সাদেক হোসেন খোকা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। তিনি ছিলেন একজন দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা। বিদেশের মাটিতে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা জীবনের সায়াহ্নে এসে দেশের মাটিতে মৃত্যু বরণ করার ইন্তিম ইচ্ছা পোষণ করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবীদার এই সরকার মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পাসপোর্ট নবায়ন না করায় দেশের মাটিতে ফিরে তার পরপারে যাওয়ার শেষ ইচ্ছা পূরণ হলো না। এর চেয়ে আর কষ্টের কিছু হতে পারে না। আজ একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকেও চরম অসহায় মনে হয়।
গতকাল মঙ্গলবার বাদ আসর বিএনপির ভাইচ চেয়ারম্যান সাবেক অবিভক্ত ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকার রূহের মাগফিরাত কামনায় টঙ্গীর আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন গোলাপ মঞ্চে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। টঙ্গী পূর্ব থানা বিএনপির আহবায়ক মো. রাশেদুল ইসলাম কিরনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম খান কালার সঞ্চালনায় দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম টুটুল, মো. মোতালিব হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেড নুরুল কবির শরীফ, টঙ্গী পচ্চিম থানা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. নাছির উদ্দীন নাসু, গাছা থানা সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন খান, মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আজিজুল হক রাজু মাস্টার, শ্রমবিষয়ক সম্পাদক মো. নবিন হোসেন, মহানগর বিএনপি নেতা মো. কছিম উদ্দিন, মো. সামজ্জোহা সরকার তাপস, নুর-ই- মোস্তফা খান, হাজী স্বপন প্রসুখ। এছাড়া দোয়া মাহফিলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপির বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন