মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

শ্যামনগরে সিপিপির ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া

শ্যামনগর (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ কর্মসূচীর আওতায় সিপিপি-এর আয়োজনে ও বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের অর্থায়নে গত ৪ নভেম্বর বিকাল ৪টায় উপজেলা সদরের নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার প্রধান অতিথি থেকে এ মহড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি সিপিপি খুলনা অঞ্চলের উপ-পরিচালক গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শিক্ষক ড. আব্দুল মান্নান, ব্র্যাক প্রতিনিধি মিতুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা, ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ দূর্যোগ প্রবন দেশ, প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে উপক‚লীয় এলাকার মানুষ বেঁচে আছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সিপিপি গঠন করেন, যতই দুর্যোাগ আসুক না কেন মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় এবং সিপিপি’র কর্মীদের কর্ম দক্ষতা ও আন্তরিকতায় দূর্যোগ মোকাবেলা করা সম্ভব হবে। এ মহড়ার মাধ্যমে উপকুলীয় জনগোষ্ঠী, ঝড়, ঝঞ্জা, জলোচ্ছাস, আইলা ও সিডরের মত প্রলংয়কারী দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতির উপর অভিজ্ঞতা অর্জন করবে। অনুষ্ঠানে উপজেলার সিপিপি লিডার শেখ মাকছুদুর রহমান মুকুল-এর নেতৃত্বে ১২টি ইউনিয়নের সিপিপি নারী পুরুষ কর্মী ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মীরা বিষয় ভিত্তিক মহড়ায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষ পর্বে মহড়ায় অংশ গ্রহনকারী সিপিপি কর্মীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন