শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

গোযওয়ায়ে যী কারাদ
অতপর আমি একটি টিলার ওপর উঠে মদীনার দিকে মুখ করে চিৎকার করে তিনবার আওয়াজ দিলাম, ইয়া ছবা হাহ অর্থাৎ হায় সকাল বেলার হামলা। এরপরই আমি হামলাকারীর পিছনে ছুটে চললাম। তাদের উদ্দেশ্যে তীর নিক্ষেপ করছিলাম আর আবৃত্তি করছিলাম,
‘আনা ইবনুল আকওয়ায়ে অলইয়াওমু ইয়াওমুরুজ্জয়ে।
আর কেহ নই আমি আকওয়ার সন্তান, আজকে হবে মায়ের দুধ পানের প্রমাণ।
সালমা ইবনে আকওয়া বলেন, আমি তাদের প্রতি ক্রমাগত তীর নিক্ষেপ করতে লাগলাম। কোন সওয়ার আমার দিকে প্রতি আক্রমণের উদ্দেশ্যে আসতে থাকলে আমি কোন গাছের আড়ালে আত্মগোপন করতাম। গাছের আড়াল থেকে তীর নিক্ষেপ করে তাকে আহত করে দিতাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন