জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান ভিসি অপসারণের আন্দোলনে ছাত্রলীগের অতর্কিত হামলার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভের পর এখন সংহতি সমাবেশ করছে শিক্ষক-শিক্ষার্থীরা। পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশ করছেন তারা।
আন্দোলনরতদের উপর হামলার নিন্দা জানিয়ে সমাবেশে সংহতি প্রকাশ করেছেন ঢাবি অধ্যাপক তানজিম হোসেন, জাবি অধ্যাপক আনু মুহাম্মদ, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনিক রায়, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ।
শেষ খবর অনুযায়ী সংহতি সমাবেশে হামলার নিন্দা ও জাবি উপাচার্যের পদত্যাগের দাবিতে বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন