শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিক্ষাঙ্গন

যেসব স্লোগানে উত্তাল জাবি

জাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৪:৩৫ পিএম

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উত্তাল অবস্থা বিরাজ করছে। শিক্ষার্থীরা হল ভ্যাকেন্টের আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

এই সময় শিক্ষার্থীদেরকে যেসব স্লোগান দিতে শুনা যায়-
১. হল ভ্যাকেন্টের ঘোষণা, মানি না মানবো না
২. আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো
৩. অবৈধ সিন্ডিকেট, মানি না মানবো না
৪. দফা এক দাবি এক, ফারজানার পদত্যাগ
৫. এক দুই তিন চার, ফারজানা তুই গদি ছাড়
৬. ভিসি তোমায় জানিয়ে দিলাম, ওয়ালাইকুম আসসালাম
৭. যেই শিক্ষক ছাত্র মারে, সেই শিক্ষক চাই না
৮. যেই শিক্ষক চাটুকার, সেই শিক্ষক চাই না
৯. দালালি না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম
১০. Our campus our right, save the campus join the fight


এর আগে আন্দোলনকারীরা হলভ্যাকেন্টের ঘোষণা ভেঙ্গে গতকাল রাত ১টার পর সংবাদ মাধ্যমে ঘোষণা অনুযায়ী যার যার হলে অবস্থান নেয়।

এখন সবাই পুরাতন রেজিস্ট্রার অফিসের সামনে সমাবেশ করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন