শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরানে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পের আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৪:৫৫ পিএম

বুধবার স্থানীয় সময় সকাল ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশে এই কম্পন দেখা গেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রার ছিল ৫ দশমিক ৪। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় বুধবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ইরানের বন্দর নগরী বন্দর আব্বাস থেকে ১২৫ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। এর আঘাতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
mahbubur rahman babu ৬ নভেম্বর, ২০১৯, ৭:৪৮ পিএম says : 0
ভূমিকম্প ইরানে ম্যাপ বাংলাদেশের !!!
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন