মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএসএমএমইউতে আধুনিক পেন্ট্রাঅপারেটিভ মাইক্রোস্কপি ও নিউরোএন্ডোস্কপির উদ্বোধন

নিউরোসার্জারি বিষয়ক জটিল অস্ত্রোপচারের সফলতার নবদিগন্তের দ্বার উম্মোচন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৫:৪৩ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগে রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ও নিউরোএন্ডোসকপির উদ্বোধন করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে নিউরোসার্জারি বিষয়ক জটিল অস্ত্রোপচারের সফলতার নবদিগন্তের দ্বার উম্মোচিত হল।

আধুনিক পেন্ট্রা অপারেটিভ মাইক্রোসকপি ব্যাবহারের মাধ্যমে রোগীদের কোনো প্রকার ক্ষতি ছাড়াই নিউরোসার্জারির জটিল অপারেশনসমূহ প্রায় শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। নিউরোএন্ডোসকপি ব্যবহারের ফলে স্বল্পতম কাটাছেরার মাধ্যমে ব্রেইনের অভ্যন্তরে সফল অস্ত্রোপচার করা সম্ভব হবে।

এ সময় ব বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রফেসর ডা. সাহানা আখতার রহমান, প্রফেসর ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মুহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার প্রফেসর ডা. এ বিএম আব্দুল হান্নান, নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. এটিএম মোশারেফ হোসেন, এ্যানেসথেসিয়া এ্যানালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. একে এম আখতারুজ্জামান, প্রক্টর প্রফেসর ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক হাসপাতাল ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল আলম প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন