শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্রীড়াঙ্গনের দুর্নীতি ও ডোপিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:১৫ পিএম

ফাইল ছবি


ক্রীড়াঙ্গনের দুর্নীতি ও ডোপিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, ‘আমরা এটি দমনে নিরলস কাজ করে চলেছি। খেলোয়াড়দের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নিয়মিত কাউন্সিলিং, সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হচ্ছে।’
বুধবার পোলান্ডের কাতোউইচ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওর্য়াল্ড কনফারেন্স অন ডোপিং ইন স্পোর্টস’ শীর্ষক সম্মেলনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময়ে বিশ্ব নেতৃবৃন্দকে ডোপিং মুক্ত ক্রীড়াঙ্গন তৈরীর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার সবসময় ক্লিন স্পোর্টসের ব্যাপারে মনোযোগী এবং স্বচ্ছ ও পরিচ্ছন্ন খেলাকে উৎসাহ দিয়ে আসছে। প্রতিমন্ত্রী আরও বলেন, তার সরকার ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ডোপিং বিরোধী এ সম্মেলনে ১৮৯ টি দেশের প্রায় ১৬০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছে। বিশ্ব এ সম্মেলনে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন