শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

প্রশ্ন : আমাদের এলাকার মুয়াজ্জিন সাহেব একই পরিবারের দুই মেয়েকে বিয়ে করেছেন। এখনও দুই মেয়েকে নিয়েই সংসার করছেন। প্রশ্ন হলো, এই বিয়ে কি সহীহ হয়েছে? ইমাম সাহেব না থাকলে মাঝে মাঝে উনি নামাজের ইমামতি করেন। তার পেছনে কি নামাজ হবে? তার আজান দেওয়া কি বৈধ হচ্ছে?

মেহেদী হাসান
ই-মেইল থেকে

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৮:২৪ পিএম

উত্তর : একই পরিবারের মানে কি? একই পিতা মাতার ঘরে জন্ম নেওয়া দু’টি বোনকে একই সাথে বিয়ে করা জায়েজ না। একজন তালাকপ্রাপ্তা বা মৃত বোনের পর তার অপর আপন বোনকে বিয়ে করা জায়েজ। এখানে একই পরিবার বলতে আমরা কী বুঝবো। যদি উপরের বর্ণনা মতো আপন দু’বোনকে কেউ বিয়ে করে, তাহলে পরের বিয়েটি সহীহ হয় নি। এভাবে জীবন যাপন হালাল নয়। এমন ব্যক্তি ইমাম বা মুয়াজ্জিন কোনোটাই থাকা উচিত নয়। তবে, যদি এমন না হয়ে একই পরিবারের কিংবা যেরকম দু’বোন বিয়ে করা জায়েজ, সেরকম দু’বোন হয়, তাহলে এ ব্যক্তিকে কোনো দোষ দেওয়া যাবে না। 

উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন