শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহেশখালীতে এক রাতেই ৩৯ লাখ টাকার মালিক এক জেলে

কক্সবাজার থেকে বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৯, ৯:৫৭ পিএম

এক রাতেই এক জেলে প্রায় অর্ধশত কোটি টাকার মালিক হয়েছেন কক্সবাজারে। তার জালে ধরা পড়া 

মাত্র ৮১ টি সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ টাকায়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি।

বুধবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেল মাছগুলো ধরা পড়ে।
ভাগ্যবান ব্যক্তির নাম জামাল উদ্দিন বহদ্দার। তিনি মাতারবাড়ি শাইরারডেইল এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

জামাল উদ্দিন বহদ্দার জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসান। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল টেনে কূলে আনা যাচ্ছে না। পরে আরো লোকজনের সহায়তায় জাল তুলা হলে দেখা যায় বড় বড় মাছে জাল ঠাঁসা।

তিনি আরো জানান, প্রতিটি মাছের ওজন নাকি ১৭ থেকে ২৫ কেজি।

স্থানীয়রা জানিয়েছে, অতীতে এত বড় সাইজের পোয়া মাছ কোন জেলের জালে ধরা পড়েনি। খবর পেয়ে স্থানীয়রা মাছগুলো দেখতে যায়। ঘটনাটি সবার মাঝে কৌতুহল সৃষ্টি করে।

এই কবর শুনে স্তানীয় ও কক্সবাজার- চট্টগ্রামের মাছ বয়বসায়ীরা ভীড় জমায় সখানে। শেস পর্যন্ত মাছ গুলো বিক্রি হয় ৩৯ লাখ টাকায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
মজলুম জনতা ৬ নভেম্বর, ২০১৯, ১০:১০ পিএম says : 0
হে জেলে তোমাকে ধন্যবাদ জানাই।তোমার ভাগ্য সুপ্রসন্ন।তুমি আল্লার কাছে শুকুরিয়া আদায় করিও।
Total Reply(0)
মজলুম জনতা ৬ নভেম্বর, ২০১৯, ১০:১৫ পিএম says : 0
হে জেলে তোমাকে ধন্যবাদ জানাই।তোমার ভাগ্য সুপ্রসন্ন।তুমি আল্লার কাছে শুকুরিয়া আদায় করিও।তোমার খবর টা দেখে কমেন্ট না করে পারলামনা।jeler Jal
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন