রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

১১ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু বিপিএল

১৭ নভেম্বর প্লেয়ার ড্রাফট হচ্ছে তাই, ৮ ডিসেম্বর উদ্বোধন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ১২:১৯ এএম

চূড়ান্ত হয়েছে বিপিএলের সপ্তম আসরের দিনক্ষণ। ‘বঙ্গবন্ধু বিপিএল’ নামের এ বিশেষ বিপিএল অনুষ্ঠিত হবে চলতি বছরের ১১ ডিসেম্বর। গতকাল মিরপুরের (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি কার্যালয়ে বৈঠক শেষে বিপিএলের চূড়ান্ত তারিখের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উদ্বোধনের তারিখও নিশ্চিত করেন বোর্ড সভাপতি।

পাপন বলেন, ‘আপনারা জানেন প্রাথমিকভাবে ৬ ডিসেম্বর বিপিএলটা শুরু করতে চেয়েছিলাম। তবে একটা উদ্বোধনী অনুষ্ঠানও করতে যাচ্ছি, তবে সেটা কবে করব এ নিয়ে চিন্তায় ছিলাম। অত্যন্ত আনন্দের একটা বিষয় যে বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী কাউন্ট ডাউন শুরু হচ্ছে ৮ ডিসেম্বর থেকে। এটা অলরেডি ঘোষণা করেছে সরকার।’

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি বিরাট পাওয়া উল্লেখ করে পাপন বলেন, ‘প্রথম দিন ৮ তারিখই বঙ্গবন্ধু বিপিএলটা উদ্বোধনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিজে আসবেন বলে আমাদের সম্মতি দিয়েছেন। তিনি উদ্বোধন করবেন এটা আমরা মনে করি আমাদের জন্য বিরাট পাওয়া।’

সবশেষে বিপিএল শুরুর তারিখ ও প্লেয়ার ড্রাফটের তারিখ জানান পাপন। তিনি বলেন, ‘১৪ তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের টেস্ট। টেস্ট চলাকালীন করব কি না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এছাড়া হোটেল এভেইলএবল পাওয়াও একটা বিষয় ছিল। শেষ পর্যন্ত আমরা বুকিং দিয়েছি, প্লেয়ার ড্রাফট হচ্ছে তাই ১৭ নভেম্বর, উদ্বোধনী অনুষ্ঠান ৮ ডিসেম্বর। আর খেলা শুরু হচ্ছে ১১ ডিসেম্বর।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন