মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পচা খেজুর-পশুখাদ্য খেয়ে দিন কাটাচ্ছে ফালুজাবাসী

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফালুজা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) হটাতে বেশ কিছুদিন থেকে অভিযান চালাচ্ছে ইরাকি বাহিনী। গোলাগুলির পাশাপাশি বোমার শব্দে কেঁপে উঠছে ফালুজা। দুইপক্ষের লড়াইয়ের মধ্যে পড়ে নিজেদের প্রাণ রক্ষায় ঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন শহরটির বাসিন্দারা। কষ্ট ও দুর্দশার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের। খাবার হিসেবে তাদের জুটছে পচা খেজুর ও পশুখাদ্য। পানি হিসেবে তারা পান করছেন অপেয় নদীর পানি। গতকাল সোমবার নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। সংগঠনটি আরো জানায়, ফালুজায় আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর যুদ্ধের আগ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ ঘর ছাড়া হয়েছেন। তবে গত তিনদিনে আরো প্রায় ৩২ হাজারের বেশি ইরাকি বাসিন্দা ঘর ছেড়েছেন। সব মিলিয়ে এক মহাদুর্যোগের মধ্যে পড়ে চরম অনিশ্চয়তায় নিমজ্জিত হয়েছে ফালুজাবাসী।
সম্প্রতি আন্তর্জাতিক জেহাদি সংগঠন ইসলামিক স্টেটকে হটিয়ে ইরাকের ফালুজা শহর পুনরায় দখল করেছে ইরাকি বাহিনী। এমনটিই দাবি করেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। ২০১৪ সালে ফালুজা শহর দখলে নেয় আইএস। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখলে নেয়ার কয়েক মাস আগে ফালুজা দখল করেছিল জঙ্গি সংগঠনটি। মাসখানেক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় শহরটি পুনর্দখলের অভিযান শুরু করে ইরাকি বাহিনী। দেশটির রাজধানীর বাগদাদ থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের সুন্নি অধ্যুষিত শহর এই ফালুজা। উল্লেখ্য, আইএস কবলিত ফালুজায় সরকারি বাহিনী বিজয়ী হচ্ছে বলে বাগদাদ সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হলেও কার্যত এখনো সেখানে উভয়পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন