শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সংসদ অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০১৯, ৮:০৬ পিএম

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়। অধিবেশন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি ও একদিন সরকারি ছুটি বাদ দিয়ে এ সংসদের কার্যদিবস হবে মাত্র পাঁচদিন। সংসদ অধিবেশন শুরুর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে নির্ধারণ হয় এ অধিবেশনের কার্যদিবস।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। সংসদ শুরুর আগ থেকেই এমপিরা সংসদে আসতে শুরু করেন।

এর আগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন। এগুলো হলো-বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিল-২০১৯। এছাড়াও আরও নতুন বিল আসতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন