শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সৈয়দপুরে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ২০১৯ ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সৈয়দপুরে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়। শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. গোলাম কিবরিয়া।
আইডিইবি সৈয়দপুর শাখার সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক। সঞ্চালনা করেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মো. তহিদুল ইসলাম। পরে জাতীয় পতাকা ও বেলুন ওড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।
একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। এতে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য ডিপ্লোমা প্রকৌশলী অংশ নেয়। এর আগে গণপ্রকৌশল দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক।
সংবাদ সংম্মেলনে সংগঠনের সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার, সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মো. আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সংম্মেলনে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা দূরণীকরণে প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতি বাস্তবায়নের দাবি জানানো হয়। সেই সাথে ১১ দফা সুপারিশও তুলে ধরা হয় সংগঠনের পক্ষ থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন