বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জুনিয়র টেনিসে আদিত্য ও মেংকে’ই সেরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৯, ৮:৪৮ পিএম

ওয়ালটন আন্তর্জাতিক জুনিয়র টেনিসের পুরুষ এককে ভারতের আদিত্য বিশাল বালসেকার এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন চীনের মেংকে লি। আজ শুক্রবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে স্বদেশী জয়শাভিনকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জেতেন আদিত্য। এদিকে মেয়েদের এককের ফাইনালে ওয়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হন চীনের মেংকে লি। পায়ের ইনজুরির কারণে ফাইনালে খেলতে পারেননি চীনের হাওইয়ান উয়ু। বৃষ্টির কারণে পুরুষদের দ্বৈত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়নি। তাই ম্যাচ রেফারির বিচারে চীনের চিয়া চেইহ লিন ও ভারতের জয়শাভানি সিদানাকে যুগ্ম চ্যাম্পিয়ন হন। নারীদের দ্বৈতে য়াক ওভার পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে চীনের জি ওয়েন মু ও ইউওয়েনদান জুহু জুটি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি মো. শাহরিয়ার আলম এমপি। এ সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক এসএম জাহিদ হাসান ও টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন