বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার সম্ভাবনা নেই রংপুরে বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:৩৪ এএম


বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কোন লাভ হবে না। আমরা মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকি। এখন তো সেখানেই পেঁয়াজের কেজি ৮০ টাকা। এই দরে কেনা পেঁয়াজ বাংলাদেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত কোনো লাভ হবে না। মন্ত্রী গতকাল সকালে রংপুর মহানগরীর একটি হোটেলে ইটভাটা মালিকদের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

পেঁয়াজের দাম না কমার কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি। তবে পেঁয়াজ ১০০ টাকার নিচে পাওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। এ মাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে দাম হয়তো কমবে। তার আগে হয়তো সম্ভব হবে না। মন্ত্রী আরও বলেন, মিশর থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসার কথা। সেটা আসলেও দাম একটু কমতে পারে বলে মনে হয়। পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি সেটি দেখভাল করবেন বলেও জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
ভারত হইতে সকল আমদানি বন্ধ করা হোক। ইনশাআল্লাহ। ভারতে পিঁঁয়আজের কেজি ৬/৭ টাকা। কেন বলা হচ্ছে ৮০ টাকা? আফগানিস্তানে পেঁয়াজের কেজি এক টাকা পঞ্চাশ পয়সা। বিশ্বের যে কোন দেশ হইতে যে কোনো জিনিস আমদানি করা হোক কিন্ত ভারত, বারমা হইতে না। পেঁয়াজ আমাদানি করা হোক আফগানিস্তান হইতে। ইনশাআল্লাহ। পিঁঁয়াজ চাষ ভালোভাবে বাংলাদেশে করিলে আমাদের চাহিদা পূরণ হইবে।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
ভারত হইতে সকল আমদানি বন্ধ করা হোক। ইনশাআল্লাহ। ভারতে পিঁঁয়আজের কেজি ৬/৭ টাকা। কেন বলা হচ্ছে ৮০ টাকা? আফগানিস্তানে পেঁয়াজের কেজি এক টাকা পঞ্চাশ পয়সা। বিশ্বের যে কোন দেশ হইতে যে কোনো জিনিস আমদানি করা হোক কিন্ত ভারত, বারমা হইতে না। পেঁয়াজ আমাদানি করা হোক আফগানিস্তান হইতে। ইনশাআল্লাহ। পিঁঁয়াজ চাষ ভালোভাবে বাংলাদেশে করিলে আমাদের চাহিদা পূরণ হইবে।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১২:৫৭ এএম says : 0
ভারত হইতে সকল আমদানি বন্ধ করা হোক। ইনশাআল্লাহ। ভারতে পিঁঁয়আজের কেজি ৬/৭ টাকা। কেন বলা হচ্ছে ৮০ টাকা? আফগানিস্তানে পেঁয়াজের কেজি এক টাকা পঞ্চাশ পয়সা। বিশ্বের যে কোন দেশ হইতে যে কোনো জিনিস আমদানি করা হোক কিন্ত ভারত, বারমা হইতে না। পেঁয়াজ আমাদানি করা হোক আফগানিস্তান হইতে। ইনশাআল্লাহ। পিঁঁয়াজ চাষ ভালোভাবে বাংলাদেশে করিলে আমাদের চাহিদা পূরণ হইবে।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১:০০ এএম says : 0
ভারত হইতে সকল আমদানি বন্ধ করা হোক। ইনশাআল্লাহ। ভারতে পিঁঁয়আজের কেজি ৬/৭ টাকা। কেন বলা হচ্ছে ৮০ টাকা? আফগানিস্তানে পেঁয়াজের কেজি এক টাকা পঞ্চাশ পয়সা। বিশ্বের যে কোন দেশ হইতে যে কোনো জিনিস আমদানি করা হোক কিন্ত ভারত, বারমা হইতে না। পেঁয়াজ আমাদানি করা হোক আফগানিস্তান হইতে। ইনশাআল্লাহ। পিঁঁয়াজ চাষ ভালোভাবে বাংলাদেশে করিলে আমাদের চাহিদা পূরণ হইবে।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১:১৮ এএম says : 0
আমি মোহাম্মদ খোয়াজ আলী খাঁন লন্ডন হইতে বলছি। আমি জাছাই বাচাই করে বলছি। কেন যে আমাদের দেশ এবং দেশের জনগণকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে? আমি আবার ও বলছি ভারত বারমা হইতে সকল আমাদানি বন্ধ করা হোক। আমি হয়তো এবার সতন্ত্র সাংসদ প্রতিযোগিতা করিবো টাওয়ার হামলেট বো সিট হইতে। ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রাথী।
Total Reply(0)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ৬:৩৩ এএম says : 0
আমি মোহাম্মদ খোয়াজ আলী খাঁন লন্ডন হইতে বলছি। আমি জাছাই বাচাই করে বলছি। কেন যে আমাদের দেশ এবং দেশের জনগণকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে? আমি আবার ও বলছি ভারত বারমা হইতে সকল আমাদানি বন্ধ করা হোক। আমি হয়তো এবার সতন্ত্র সাংসদ প্রতিযোগিতা করিবো টাওয়ার হামলেট বো সিট হইতে। ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া প্রাথী।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন