শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাইক্লোন শেল্টারে যেতে মাইকিং

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০১ পিএম

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা উপকূলের যতই কাছে আসছে, ততই আতঙ্ক বাড়ছে এসব এলাকার বাসিন্দাদের মধ্যে। তাই এসব এলাকার বাসিন্দাদের সাইক্লোন শেল্টারে যেতে মাইকিং করা হয়েছে।

শনিবার সকাল থেকে সুন্দরবন উপকূল সংলগ্ন খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

স্থানীয়দের স্ব স্ব এলাকার সাইক্লোন সেন্টারে যেতে অনুরোধ করা হচ্ছে। এছাড়া প্রশাসন ও স্বেচ্ছাবেকরাও উপকূলবাসীকে সম্ভাব্য ক্ষতির হাত থেকে রক্ষা করতে বেশ তৎপর রয়েছে।

তবে, সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেউ সাইক্লোন সেন্টারে যাননি। কেউই নিজ আঙ্গিনা ছেড়ে যেতে রাজি হচ্ছে না। জেলায় প্রস্তুত রাখা ৩৪৯ সাইক্লোন সেন্টারে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৯৫০ জনকে আশ্রয় দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন