মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাবরি মসজিদ রায়: নতুন মসজিদ নির্মাণে আলাদা জমি বরাদ্দ দিতে নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ১২:০৮ পিএম

মুসলমানদের জন্য নতুন একটি মসজিদ নির্মাণে আলাদা জমি বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।


দেশটির প্রধান বিচারক রঞ্জন গগৈর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতির ভিত্তিতে শনিবার এই রায় দিয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এমন তথ্য জানা গেছে।

এর আগে এক শতকের পুরনো অযোধ্যা বাবরি মসজিদের রায় পড়তে শুরু করেন বিচারকরা।

এক দশক আগে আল্লাহাবাদ হাইকোর্টে হিন্দু ও মুসলমান মকদ্দমাকারীদের মাঝে জায়গাটি আনুপাতিক হারে ভাগ করে দেয়ার রায় দিয়েছিলেন।

পরবর্তী সময়ে ওই বিচারের বিরুদ্ধে দুই পক্ষই উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন।

আল্লাহবাদ হাইকোর্টের ওই রায়ে যৌক্তির অভাব ছিল বলে সুপ্রিম কোর্টের বিচারকরা দাবি করেন। শীর্ষ কোর্ট বলেন, পুরো জমিটিকে সামগ্রিক ভূখণ্ড হিসেবে আখ্যায়িত করতে হবে।

মুসলমানরা জমির ওপর নিজেদের অধিকার প্রমাণে সক্ষম হয়নি বলে শীর্ষ আদালত দাবি করেন।

বিরোধপূর্ণ ধর্মীয় স্থানটির রায়কে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

তাদের সহায়তা করতে ১৬ হাজার ডিজিটাল স্বেচ্ছাসেবকও রয়েছেন, সামাজিকমাধ্যমে উসকানিমূলক পোস্ট মোকাবেলায় তারা কাজ করবেন।

উত্তর প্রদেশের অযোধ্যায় ১৬ শতকের বাবরি মসজিদটি নিয়ে হিন্দু ও মুসলমানরা কয়েক দশক ধরে তিক্ত বিরোধে জড়িয়ে পড়েছেন।

হিন্দুদের বিশ্বাস, তাদের দেবতা রাম ওখানে জন্ম নিয়েছে।

১৯৯২ সালে কট্টর হিন্দুত্ববাদীরা মসজিদটি ভেঙে গুঁড়িয়ে দিলে উত্তেজনা দেখা দেয়। তখন দাঙ্গায় দুই হাজারের বেশি লোক নিহত হয়েছেন।

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ১৭ নভেম্বর অবসরের আগেই জায়গাটির মালিকানার দাবি নিয়ে মামলার রায় দেবেন বলে প্রত্যাশা করা হয়েছিল।

অযোধ্যা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আশিস তিওয়ারি বলেন, বিভিন্ন সংস্থার কয়েক হাজার অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত যান, সিসিটিভি ক্যামেরা, বডি ক্যামেরা ও ড্রোন মোতায়েন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
খান আইয়ুব রেজা ৯ নভেম্বর, ২০১৯, ১২:৪৫ পিএম says : 0
বিপুল সংখ্যা গরিষ্ট হিন্দু দেশ ভারত আর সে জন্যই রায়টা হিন্দুদের পক্ষে দেওয়া হয়েছে চারশত বছরের বাবরি মসজিদ এটা যদি মসজিদের জায়গা না হবে তবে ওখানে মসজিদ হলো কি ভাবে তখন ওখানে কি হিন্দু ছিলো না ? এ রায় আদালতকে প্রভাবিত করে দেওয়া হয়েছে ।
Total Reply(0)
Md.Ruhul Amin ৯ নভেম্বর, ২০১৯, ১:৩৬ পিএম says : 0
এই রায় হিন্দু আর মুসলমানদের বিভাজন আরো বারিয়ে দিলো
Total Reply(0)
Md.shalahuddin ৯ নভেম্বর, ২০১৯, ২:৩৩ পিএম says : 0
এমন রায় হবে এটা জানা কথা। হিন্দুদের রাষ্ট্র বিধায় তাদের ভোটের বিষয় রয়েছে। যেখানে মুসলমানরা মাত্র 16 কোটি। সেখানে হিন্দুর সংখ্যা 100 কোটি। হিন্দুদের বিরুদ্ধে রায় দিলে তো তাদের সামাল দেয়া কষ্টকর।
Total Reply(0)
মোঃ আককাছ আলি মোল্লা ৯ নভেম্বর, ২০১৯, ৩:০৬ পিএম says : 0
সব মুসলমানদের উচিৎ ভারতীয় পন্য বর্জন করা।বাংলার মুসলিম মায়েরা ভরতীয় চ্যানেল দেখা বন্ধ করুন।
Total Reply(0)
আআআআআ ১০ নভেম্বর, ২০১৯, ৫:৪৭ এএম says : 0
যেহেতু রায় হিন্দু বিচারপতি হিন্দুদের পক্ষে দিয়েছেন।বুঝায় যায় এটি পক্ষপাতপূর্ণ রায়। তাই আমাদের উচিত তাদের ঘৃণা করা।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন