বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় ফায়ার সার্ভিসের ব্যাপক প্রস্তুতি

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৫:০৭ পিএম

ঘূর্ণিঝড় “বুলবুল”মোকাবিলার জন্য খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার মোট ০৯টি টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লোকজনদের নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কার্যক্রম শুরু করেছে ও জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছে। এছাড়াও খুলনা বিভাগীয় সদর দপ্তরে আরোও ০৮ টি রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় বিষয়ে সার্বক্ষনিক মনিটরিং করার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। মনিটরিং সেলের দায়িত্বে রয়েছেন বৃহ্ত্তর খুলনা জেলার সহকারী পরিচালক মোঃ দুলাল মিয়া ও উপ সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল।
খুলনা বিভাগীয় উপ পরিচালক নূর হাসান আহমেদ বলেন, যেকোন ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য খুলনা বিভাগের প্রতিটি স্টেশনে সার্চ এন্ড রেসকিউ টিম,ফাস্ট এইড টিম এবং ওয়াটার রেসকিউ টিম আমরা সর্বদা প্রস্তুত রেখেছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন