শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মাহমুদউল্লাহর মাঝে ধোনির ছায়া দেখছেন ইরফান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৫:২৮ পিএম

বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াধের মধ্যে সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ছায়া খুঁজে পেলেন ইরফান পাঠান। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি রবিবার হবে নাগপুরে। নয়াদিল্লিতে হারের পরে রাজকোটে জিতে দুরন্ত ভাবে ফিরে এসেছে ভারত। রোহিত শর্মা বিধ্বংসী ব্যাটিং করেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিতে।
নাগপুরের ম্যাচের বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে পাঠান বলছেন, ‘বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দলের বিরুদ্ধে ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অধিনায়ক হিসেবে নজর কেড়েছেন মাহমুদুল্লাহ। ম্যাচ চলাকালীন যে ছোট ছোট পরিবর্তনগুলো এনেছে তা খুব কার্যকরী।’
মাহমুদুল্লাহর এই ছোট পরিবর্তনগুলো দেখেই পাঠানের মনে পড়ে যাচ্ছে ধোনির কথা। পাঠান আরও বলেন, ‘মাহমুদুল্লাহর নেতৃত্বের মধ্যে ধোনির অধিনায়কত্বের মিল পাওয়া যাচ্ছে। পাওয়ার প্লের পরে পার্ট টাইম বোলারদের আক্রমণে আনত ধোনি। মাহমুদুল্লাহও একই ভাবে পার্ট টাইম বোলারদের ব্যবহার করছে।’
ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ দারুণ উত্তেজক জায়গায় পৌঁছে গিয়েছে। নাগপুরের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা। ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং মনে করেন, বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম তাঁর অভিজ্ঞতা দিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন। তিনি বলছেন, ‘মুশফিকুর রহিমের অভিজ্ঞতা প্রচুর। স্পিন ও পেস বোলিং খেলতে দক্ষ মুশফিকুর। ওকেই দায়িত্ব নিতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন