মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বেসরকারি চাকরিজীবীর কথা ভাবুন

| প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

একটু সচ্ছলভাবে জীবন পরিচালিত করার আশায় আমাদের দেশে অনেক মানুষ নানা প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন। কেউবা সরকারি চাকরিজীবী, কেউ বেসরকারি চাকরিজীবী। ২০১৫ সালের পে স্কেল করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার ক্ষেত্রে বিশাল পরিবর্তন এসেছে। একজন সরকারি চাকরিজীবী এখন স্বাচ্ছন্দ্যে চলতে পারেন। কিন্তু বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তা অসম্ভব। মানুষের দৈনন্দিন জীবনে পরিবার-পরিজন, সন্তান-সন্ততি লালন-পালন, লেখাপড়া, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন হয়। সরকারি চাকরিজীবীরা নানা সুযোগ-সুবিধা পাওয়ার ফলে তাদের প্রয়োজন নিমেষে মেটাতে পারেন। কিন্তু বেসরকারি চাকরিজীবীদের অনেক কঠিন পরিস্থিতিতে পড়তে হয়। সাধারণত আমাদের দেশে বেসরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো স্কেল নেই। প্রতিষ্ঠানের মালিক যা ইচ্ছা তাই বেতন-ভাতা দিয়ে থাকেন। বেসরকারি চাকরির ক্ষেত্রে কোনো নিশ্চয়তা থাকে না। যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। এ নিয়ে চাকরিজীবীদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। মালিক যে কোনো সময় তাদের চাকরি থেকে ছাঁটাই করে থাকেন। সরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানে সপ্তাহে দু›দিন ছুটি থাকে; কিন্তু বেসরকারি ক্ষেত্রে তা থাকে না। এমনিতেই কম বেতন-ভাতা পেয়ে থাকেন। এর পর নানা সমস্যার কারণে তাদের পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে অতিবাহিত করতে হয়। বেসরকারি চাকরিজীবীদের কি দেখার কেউ নেই? সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

আলী ফজল মোহাম্মদ কাওছার
চাকরিজীবী, সিলেট

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন