শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের আশা-আকাংখা পূরণ করতে পারবে: জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০১৯, ৮:৪১ পিএম

‘দেশের মানুষ বিকল্প শক্তি হিসেবে জাতীয় পার্টিকেই আশা করছে। সাধারণ মানুষের ভরসার একমাত্র স্থান জাতীয় পার্টি। দেশের প্রতিটি প্রান্তে জাতীয় পার্টির সমর্থক বাহিনী আছে। দেশে সুশাসন দেয়ার ঐতিহ্য আছে জাতীয় পার্টির। অভিজ্ঞতা আছে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ পরিচালনার। তাই দেশের মানুষ জাতীয় পার্টির ওপরেই আস্থা রাখে। একমাত্র জাতীয় পার্টিই দেশের মানুষের আশা-আকাংখা পূরণ করতে পারবে। এ কারণেই তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে।’- জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি এসব কথা বলেছেন।

শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম গাজীপুর মহানগরের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিমের আহবায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস.এম. ফয়সল চিশতী, গাজীপুর মহানগর সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন।

এসময় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা এম.এম. নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান জহিরুল আলম রুবেল, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান, গাজীপুর মহানগর নেতৃবৃন্দের মধ্যে আসাদ সিদ্দিকী, নিজাম উদ্দিন সরকার, শরিফুল ইসলাম শরিফ, ফারুকুল ইসলাম, এ্যাড. মাহাবুবুল আলম মামুন, ফারুক হোসেন খান, হাজী আব্দুস সুবহান, তসলিম উদ্দিন, হাজী মোশাররফ হোসেন সরকার, শেখ মোহাম্মদ মাসুদ, ইসমাইল হোসেন, জাকির হোসেন, আলমগীর রেজা, আতাউর রহমান, আব্দুল করিম, ইমতাজ উদ্দিন সরকার, নুরজাহান নূরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘূর্ণিঝড় বুলবুলে মানুষের জানমাল বাঁচাতে নেতাকর্মীদের নির্দেশ:
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের বিরূপ প্রভাব থেকে সাধারণ মানুষের জানমাল বাঁচাতে জাতীয় পার্টি নেতা-কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। শনিবার এক বিবৃতিতে উপকূলীয় এলাকাসহ সারাদেশে সম্ভাব্য ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সরকারি উদ্যোগকে সহায়তা করতে নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতিটি দুর্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ আর্ত-মানুষের পাশে থেকেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Mohammed Kowaj Ali khan ৯ নভেম্বর, ২০১৯, ১০:৩৫ পিএম says : 0
একমাত্র আল্লাহ তা'আলা দেশের মানুষের আশা পূর্ণ করিতে পারেন। তুমি একটা বেয়াদব।
Total Reply(0)
garments education ১০ নভেম্বর, ২০১৯, ১১:২০ এএম says : 0
আমি জাতীয়পার্টিগঠনকরেজীবনগড়তেচাইএবংতাদেরজন্যএকটিনতুনকিছু করতেচাই যারা জাতীয়পার্টি উপর ভরাসা করে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন