শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সিরিয়ার ঐক্য ও সংহতি চাই : এরদোগান

অন্য দেশ সিরিয়া থেকে সেনা প্রত্যাহার না করলে তুরস্কও করবে না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়া থেকে অন্য দেশ যতক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত তুরস্কও সেনা প্রত্যাহার করবে না। তিনি বলেন, তুরস্ক সীমান্তবর্তী অঞ্চলে সিরিয়ার কুর্দি গেরিলাদের একজনও তৎপর থাকলে তুরস্ক সেখানে সামরিক অভিযান অব্যাহত রাখবে। শুক্রবার এরদোগান সাংবাদিকদের বলেন, “যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও থাকবে ততক্ষণ পার্যন্ত আমরা সেখান থেকে সরে আসবো না; এটি হচ্ছে একটি দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে যতক্ষণ পর্যন্ত অন্য দেশ সেনা প্রতাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমরাও সিরিয়া থেকে সরে আসবো না। আমরা সিরিয়ার ঐক্য ও সংহতি চাই; আমরা কখনো চাই না সিরিয়া ভেঙে যাক।” এরদোগান জোর দিয়ে বলেন, সিরিয়ার অখÐতা রক্ষার জন্য যদি কোনো দেশ সেখানে সেনা মোতায়েন করে তাহলে তাদেরকে এ বিষয়ে প্রমাণ দিতে হবে। তিনি বলেন, রাশিয়া, ইরান কিংবা আমেরিকা কারো সাথেই সিরিয়ার সীমান্ত নেই। গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-প‚র্বাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায় তুরস্ক কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। আন্তর্জাতিক সমালোচনার মুখে আমেরিকা এবং রাশিয়ার সঙ্গে এরদোগান চুক্তি সই করে যার অধীনে তুরস্ক সীমান্ত থেকে সিরিয়ার ৩২ কিলোমিটার ভেতরে কুর্দি গেরিলাদের সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন ও মস্কো। সে অনুযায়ী কুর্দি গেরিরারা সরে গেছে তবে তুরস্ক বলছে, প্রতিশ্রুতি মতো সব গেরিলা সরে যায় নি। ইয়ানি শাফাক, পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
OmarFaruq ১০ নভেম্বর, ২০১৯, ১০:৪০ এএম says : 0
আলহামদুলিল্লাহ, প্রিয় নেতা এরদোয়ান আপনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।
Total Reply(0)
এস,এম,হাবিবুর রহমান ১০ নভেম্বর, ২০১৯, ১১:০৬ পিএম says : 0
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান একজন ভাল মানের রাজনীতিক।রোহিঙ্গা পুনর্বাসনে তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন।
Total Reply(0)
এস,এম,হাবিবুর রহমান ১০ নভেম্বর, ২০১৯, ১১:০৭ পিএম says : 0
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান একজন ভাল মানের রাজনীতিক।রোহিঙ্গা পুনর্বাসনে তিনি আমাদের অনেক সহযোগিতা করেছেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন