মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

যশোরে কারাফটকে হেমায়েত বাহিনী প্রধানকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ২১ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর
যশোরে দুর্বৃত্তদের গুলিতে সন্ত্রাসী বাহিনী প্রধান হেমায়েত হোসেন (৩০) খুন হয়েছেন। সোমবার ইফতারের পর তিনি যশোর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হলে কারা ফটকের পাশেই এ হত্যাকা- ঘটে। হেমায়েত শহরতলীর ম-লগাতি এলাকায় জিন্নাহ ওরফে টেনা কসাইয়ের ছেলে এবং ওই এলাকার হেমায়েত বাহিনীর প্রধান।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ১৯ এপ্রিল তাকে বিস্ফোরকসহ পাঁচটি মামলায় যশোর কোতোয়ালি থানার পুলিশ আটক করে কারাগারে প্রেরণ করে। সোমবার তিনি জামিনে বের হন। কারাগার থেকে বের হয়ে তিনি গেটের সামনে সুকতারা টি স্টলে চা পান করছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাকে সামনে থেকে গুলি করে পালিয়ে যায়। একটি গুলি তার মাথার ডান পাশে এবং আরেকটি গুলি পায়ে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তার লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে, গুলির ঘটনার পরই স্থানীয়রা তাড়া করলে দুর্বৃত্তরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি আরও জানান, তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, বিস্ফোরকসহ বিভিন্ন আইনে ১৯টি মামলা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন