বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন

শাহেদ নুর | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ৬:৫৭ পিএম

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মানবকূলের শিরোমণি বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল ইসলামের শেষ নবী (সা.) আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে মাত্র ৬৩ বছর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী বা সিরাতুন্নবী (সা.) হিসেবে পালন করেন সারা বিশ্বের মুসলমানরা। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা নানা কর্মসূচি ও ইবাদাত-বন্দেগীর মাধ্যমে এই দিনটি উৎযাপন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করছে নেটিজেনরা।

সাংবাদিক ও গবেষক মেহেদী হাসান পলাশ তার ফেইসবুকে লিখেন, ‘আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যেল উম্মিয়ে ওয়া আলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল্লিল আলামিন।’

‘আসুন, আমরা ঈদে মিলাদুন্নবী (সা.) - এর এই পবিত্র দিনটিতে বেশি বেশি ইবাদ-বন্দেগী করে আল্লাহর কাছে নবী (সা.) উসিলায় ক্ষমা প্রার্থনা করি। পাশাপাশি বাকী জীবন বাসুল (সা.)-এর আদর্শ অনুযায়ি চলার প্রতিজ্ঞা করি।’ - কাওসার আহমেদের আহ্বান।

মাহবুবুর রহমান রাফি লিখেন, ‘নবী পাকের আগমনে তামাম জাহান খুশি, আকাশ বাতাস, গ্রহ তারা, চন্দ্র সূর্য, সবাই খুশি। যে রাসূলের উছিলাতে আল্লাহ্‌ সব কিছু বানিয়েছেন। সে প্রিয় নবীর আগমনে মুমিন খুশি উৎযাপন করবেই। আর এই খুশি ছাড়িয়ে যাবে এই মহাজগতের সব চেয়ে বড় খুশির বন্যায়।’

‘ঈদে মিলাদুন্নবী (সা.) এর শিক্ষা হোক- আল্লাহর রাসূলের নেতৃত্বের আদলে মানবিক আদর্শে গড়ে উঠা এক আদর্শ সভ্যতা, উন্নত সংস্কৃতি ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও শাসনব্যবস্থা।’ - ফয়েজউল্লাহ মানিকের মন্তব্য।

ওসমান গনি মোল্লা লিখেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সৃষ্টিকূলের জন্য সবচেয়ে আনন্দের দিন। নূর নবী কারীম সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে পৃথিবীতে এসে বিশ্বজাহানকে আলোকিত করেছেন। পবিত্র এই দিনে স্রষ্টার নিকট প্রার্থনা, সকল অসুস্থ মানুষকে যেন মহান রাব্বুল আলামিন, গাফুরুর রাহীম ঈদে মিলাদুন্নবী (সা.) এর উছিলায় ক্ষমা করে দেন। পবিত্র এই দিনের উছিলায় সকলের মনে শান্তি আসুক। দয়াল নবী কারীম (সা.) এর নূর মোবারক সকলের অন্তরে বর্ষিত হোক।’

‘প্রিয়নবীকে পাওয়ায় সবচেয়ে বড় পাওয়া। প্রিয়নবীর শুভাগমনের চেয়ে বড় আর কোন কিছু হতে পারে না। সবচেয়ে বড় পাওয়ায় আমাদের কাছে সবচেয়ে বড় খুশি, আনন্দ তথা প্রাণের ঈদে আজম।’ - লিখেছেন জোবায়ের হোসেন।

ইমরান আলী লিখেন, ‘আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্মদিন। পবিত্রায় ভরে উঠুক মন সবার।’

রেদওয়ান রাশেদ প্রহর লিখেন, ‘আজ ১২ ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সঃ) এর শুভ জন্মদিন। সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবী এর শুভেচ্ছা।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন