শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

তিন দিন পর নিহত বাংলাদেশীর লাশ ফেরত দিল বিএসএফ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৯, ১০:২৩ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী গরু ব্যবসায়ী সুমনের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। রোববার সন্ধ্যার দিকে তার লাশ পরিবারের সদস্যরা গ্রহন করেন। এ সময় নিহতের স্বজন, বিজিবি’র শ্রীনাথপুর কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল হাসান, মহেশপুর থানা পুলিশের প্রতিনিধি আওয়াল হোসেন এবং বিএসএফ এর পক্ষে পাখিউড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার উপস্থিত ছিলেন। ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্ণেল কামরুল আহসান জানান, ঘটনার ৬১ ঘন্টা পর বিকালে মহেশপুর সীমান্তের মেইন পিলার ৬০/১৩০ আর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ নিহতের লাশ হস্তান্তর করেছে।পরে আমরা পুলিশ ও বিজিবি’র উপস্থিতিতে লাশ নিহতের পরিবারকে বুঝিয়ে দিয়েছি। উল্লেখ্য, শনিবার (৮ নভেম্বর) ভোর ৪ টার দিকে জেলার মহেশপুর সীমান্তের লড়াইঘাট এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায় সুমন সহ কয়েকজন। গরু নিয়ে ফেরার সময় ভারতের অভ্যন্তরে শীলগেট নামক স্থানে পৌছালে পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সুমন। সে মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohammed Kowaj Ali khan ১১ নভেম্বর, ২০১৯, ৮:২০ এএম says : 0
এই ভারত অসভ্য। ............ কিতা খইলো?
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন