বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরান উপসাগরীয় দেশগুলোতে পরমাণু স্থাপনা তৈরি করে দিতে প্রস্তুত : আলী আকবর সালেহি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৯, ৪:৩৯ পিএম

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সঙ্গে তেহরান পরমাণু প্রযুক্তির অভিজ্ঞতা বিনিময় করতে প্রস্তুত রয়েছে। এর আওতায় ইরান এসব দেশে পরমাণু স্থাপনা তৈরির ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত।
গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহরে দ্বিতীয় ও তৃতীয় চুল্লির নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি। আলী আকবর সালেহি বলেন, পারস্য উপসাগরের যেসব দেশ পরমাণু স্থাপনা গড়ে তুলতে চায় তারা স্থানীয় ঠিকাদার নিয়োগের ব্যাপারে সমস্যার মুখে রয়েছে। এক্ষেত্রে ইরান প্রতিবেশি এসব দেশকে পরমাণু প্রযুক্তি এবং বৈজ্ঞানিক সহযোগিতা ও অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারে।
ইরানের এই কর্মকর্তা বলেন, বুশের পরমাণু স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের কাজ ছয় বছর আগে শুরু হয়েছিল এবং এ পর্যন্ত এ স্থাপনার অর্জন চমৎকার। পরমাণু কেন্দ্রে সব ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ ইরানের বিশেষজ্ঞরাই করছেন।
এর আগে গত মাসে ইরানের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, দেশের পরমাণু কর্মসূচি এখন সম্পূর্ণভাবে দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে নিজস্ব প্রযুক্তিতে পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেছিলেন, বিভিন্ন ধরনের সেন্ট্রিফিউজ মেশিনের নকশা ও মেশিন তৈরির ক্ষেত্রে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। পারসটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
babar ১১ নভেম্বর, ২০১৯, ৬:৩৭ পিএম says : 0
valo news
Total Reply(0)
H B Mahbub ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম says : 0
সাবাস!!! ইরান এগিয়ে যাও, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন
Total Reply(0)
H B Mahbub ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম says : 0
সাবাস!!! ইরান এগিয়ে যাও, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন
Total Reply(0)
H B Mahbub ৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম says : 0
সাবাস!!! ইরান এগিয়ে যাও, আল্লাহ আপনাদের সহায় হোন। আমিন
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন