বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ঘোড়াঘাটে গণহত্যার স্মৃতিচিহ্ন মাথার খুলি হস্তান্তর

হিলি বন্দর সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে একাত্তরের গণহত্যার স্মৃতি চিহ্ন ১টি মাথার খুলি গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনছার আলী উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম এর নিকট হস্তান্তর করেন। এর আগে মাথার খুলিটি দিনাজপুর জেলা প্রসাশকের নিকট হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করে চিঠি ইস্যু করে জেলার সহকারী কমিশনার মো. মোহছেন উদ্দিন।
জানা যায়, ১৯৭২ সালের নভেম্বর মাসের বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের তৎকালীন ৯ম শ্রেণীর ছাত্র এস এ ওয়াদুদ চৌধুরী, ওহেদুসজ্জামান চৌধুরী, আসাদুজ্জামান চৌধুরী, রোস্তম আলী, মুরশিদুল রহমানসহ আরও অনেকে উপজেলার সানাই পুকুর গণহত্যার কবর থেকে ওই মাথার খুলিটি নিয়ে এসে শিক্ষকের সহায়তায় বিদ্যালয়ের বিজ্ঞানাগারে সংরক্ষন করে। সেই থেকে বিদ্যালয়ে মাথার খুলিটি সংরক্ষন ছিলো। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম জানান, গণহত্যার স্মৃতি চিহ্ন মাথার খুলিটি জেলা প্রসাশকের মাধ্যমে খুলনা মুক্তিযোদ্ধা যাদুঘরে সংরক্ষন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন