বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০১৯, ১২:৩৪ এএম

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শাই হোপ সেঞ্চুরিতে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরআগে সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও হেরেছিল আফগানরা। এরফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হল রশিদ খানের দল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে আসগার আফগান, মোহাম্মদ নবী ও হযরতউল্লাহ জাজাইয়ের অর্ধশতকে ৭ উইকেটে ২৪৯ রান তোলে আফগানরা। এতে ২৫০ রানের লক্ষ্য দাঁড়ায় পোলার্ডদের। জবাবে ব্যাট করতে নেমে হোপ ১০৯ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংস সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ।
এর আগে, সোমবার ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ক্যারিবীয় দলপতি কাইরন পোলার্ড। ওপেনার হযরতউল্লাহ জাজাইয়ের ৫৯ বলে ৫০ রানের সুবাদে ভালো শুরু করে আফগানরা। তবে ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ষষ্ঠ উইকেট জুটিতে ১২৭ রান যোগ করে আফগানিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন আসগার আফগান ও মোহাম্মদ নবী। ৮৫ বলে ৮৬ রান করে সাজঘরে ফেরেন আসগার। তার ইনিংসে ৩টি চারের পাশাপাশি ছিলো ৬টি ছয়ের মার।
অপরপ্রান্তে অপরাজিত অর্ধশতকে ইনিংস শেষ করেন নবী। ৬৬ বলে ৫০ রান করেন তিনি। ৪৪ রান খরচায় ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার কিমো পল। রোস্টন চেজ ১০ ওভারে মাত্র ২৪ রান দিয়ে নেন ১ উইকেট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন